অফিস ডেস্ক
দিনাজপুরের হিলি স্থলবন্দরে চাল উঠানামা করছেন শ্রমিকরা। ছবি: সংগৃহীত
বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বৈদেশিক বাণিজ্য শাখা এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, যেসব চাল আমদানির ঋণপত্রের বিপরীতে ইতিমধ্যে টেন্ডার হয়েছে, সেগুলো এ নির্দেশনার বাইরে থাকবে। তবে নতুন করে খোলা ঋণপত্রের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক দীনেশ পোদ্দার বলেন, ‘চাল রফতানির ক্ষেত্রে ভারত সরকারের নতুন নীতিমালা গ্রহণের ফলে দেশে চাল আমদানির গতি কিছুটা বাধাগ্রস্ত হবে। পাশাপাশি খরচও কিছুটা বাড়বে।