অফিস ডেস্ক
জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে ব্যানার-ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে সড়ক। ছবি: সংগৃহীত
রাজনৈতিক অঙ্গনে এ ঘোষণা আসতেই উজ্জীবিত হয়ে উঠেছেন নেতা–কর্মীরা। প্রত্যন্ত গ্রাম থেকে শহরের অলি-গলি—সবখানেই এখন শুধু সম্মেলন আর নেতৃত্ব বেছে নেওয়ার আলোচনা।
পদপ্রত্যাশীদের মধ্যে শুরু হয়েছে তুমুল প্রচার-প্রচারণা। কেউ ফেসবুক, পোস্টার ও লিফলেটের মাধ্যমে পরিচিতি তুলে ধরছেন, আবার কেউ দৌড়ঝাঁপ করছেন শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত। সকাল থেকে গভীর রাত অবধি চলছে সমর্থন আদায়ের চেষ্টা।
দলীয় সূত্র জানায়, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিনটি গুরুত্বপূর্ণ পদে সরাসরি কাউন্সিলরদের ভোটে নেতৃত্ব নির্বাচিত হবে। ইতিমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলন পরিচালনার প্রধান সমন্বয়কারী ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, সভাপতি পদে ৮ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং সাংগঠনিক সম্পাদকের দুটি পদের জন্য ৮ জন মনোনয়নপত্র তুলেছেন।
তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করব।’
সম্মেলনটি অনুষ্ঠিত হবে নওগাঁ কনভেনশন সেন্টারে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির শীর্ষ নেতারাও থাকবেন বিশেষ অতিথি হিসেবে। ইতিমধ্যে সফল সম্মেলনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী হচ্ছেন— নজমুল হক, জাহিদুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, হাফিজুর রহমান, মাসুদ হাছান, আবদুস শুকুর, এস এম মামুনুর রহমান ও এ বি এম আমিনুর রহমান।
সাধারণ সম্পাদক পদে রয়েছেন— বায়েজিদ হোসেন, মামুনুর রহমান, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন—শফিউল আজম, নূর-ই আলম, ফরিদুজ্জামান, খায়রুল আলম, শবনম মোস্তারী, সুলতান মামুনুর রশিদ, মাহবুব আলম, কামরুজ্জামান কামাল, ও জহুরুল হক।
উল্লেখ্য, সবশেষ ২০১০ সালে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে সভাপতি হন সামসুজ্জোহা খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান। ২০১৫ সালে সেই কমিটি বিলুপ্ত হওয়ার পর আর কোনো সম্মেলন হয়নি। সর্বশেষ ২০২২ সালে আহ্বায়ক কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম চালানো হচ্ছে।
দীর্ঘ বিরতির পর এ আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন,“এ যেন রাজনৈতিক জীবনে নতুন সূর্যোদয়ের মতো। সবাই একসঙ্গে, এক উদ্যমে, নওগাঁ বিএনপিকে নতুন করে সাজাতে প্রস্তুত।”