বাসমতী ছাড়া অন্য চাল রফতানিতে নতুন শর্ত দিল ভারত


দিনাজপুরের হিলি স্থলবন্দরে চাল উঠানামা করছেন শ্রমিকরা। ছবি: সংগৃহীত 

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বৈদেশিক বাণিজ্য শাখা এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

 

হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, যেসব চাল আমদানির ঋণপত্রের বিপরীতে ইতিমধ্যে টেন্ডার হয়েছে, সেগুলো এ নির্দেশনার বাইরে থাকবে। তবে নতুন করে খোলা ঋণপত্রের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক দীনেশ পোদ্দার বলেন, ‘চাল রফতানির ক্ষেত্রে ভারত সরকারের নতুন নীতিমালা গ্রহণের ফলে দেশে চাল আমদানির গতি কিছুটা বাধাগ্রস্ত হবে। পাশাপাশি খরচও কিছুটা বাড়বে।


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।