ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন ৪৮ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বৈধ প্রার্থী ৪৬২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ভিপি পদে ৪৮ জন। জিএস পদে ১৯ জন ও এজিএস পদে ২৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ আগস্ট ২০২৫ | সময়ঃ ০৯:৫০
photo

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দীন।


তিনি জানান, ভিপি, জিএস, এজিএসসহ ডাকসুতে পদ আছে ২৮টি। বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৫০৯ জন। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে ৪৬২টি মনোনয়নপত্র বৈধ ও ৪৭টি ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয়।


রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটার নাম্বার, নাম পরিচয়ে ত্রুটি, রেজিস্ট্রেশন নাম্বারে ভুল, বাবা মায়ের নামে ভুল/অসঙ্গতি, স্বাক্ষর ভুল ইত্যাদি কারণে ৪৭ জনের প্রার্থীতা স্থগিত করা হয়েছে। প্রার্থীরা নির্বাচন কমিশন বরাবর আপিল করলে যাচাই বাছাই করে দেখা হবে। ২৩ আগস্ট পর্যন্ত সুযোগ থাকবে আপিল করার জন্য। ২৪ আগস্ট যাচাই বাছাই করে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

প্রায় তিন দশক পর ২০১৯ সালে নতুন করে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। এরপর এবার পুনরায় ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে পাঁচ প্যানেলের মধ্যে ভোটের লড়াই হবে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮টি হল সংসদে ২৩৪টি পদের জন্য ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। এর মধ্যে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বাকি ৩১৮টি জমা পড়েনি।

শেয়ার করুন