ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন ৪৮ জন


বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দীন।


তিনি জানান, ভিপি, জিএস, এজিএসসহ ডাকসুতে পদ আছে ২৮টি। বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৫০৯ জন। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে ৪৬২টি মনোনয়নপত্র বৈধ ও ৪৭টি ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয়।


রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটার নাম্বার, নাম পরিচয়ে ত্রুটি, রেজিস্ট্রেশন নাম্বারে ভুল, বাবা মায়ের নামে ভুল/অসঙ্গতি, স্বাক্ষর ভুল ইত্যাদি কারণে ৪৭ জনের প্রার্থীতা স্থগিত করা হয়েছে। প্রার্থীরা নির্বাচন কমিশন বরাবর আপিল করলে যাচাই বাছাই করে দেখা হবে। ২৩ আগস্ট পর্যন্ত সুযোগ থাকবে আপিল করার জন্য। ২৪ আগস্ট যাচাই বাছাই করে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

প্রায় তিন দশক পর ২০১৯ সালে নতুন করে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। এরপর এবার পুনরায় ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে পাঁচ প্যানেলের মধ্যে ভোটের লড়াই হবে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮টি হল সংসদে ২৩৪টি পদের জন্য ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। এর মধ্যে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বাকি ৩১৮টি জমা পড়েনি।


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।