মহানন্দা নদীর ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি বাসিন্দাদের

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নের নতুনপাড়া ও মুসলিমপাড়ায় মহানন্দা নদীর ভাঙন রোধ ও বসতবাড়ি-ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৯:৩৫
photo

মহানন্দা নদীর ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি বাসিন্দাদের। ছবি: সংগৃহীত 

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের নতুনপাড়া এলাকায় নদীর পাড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চরঅনুপনগর ইউনিয়নবাসীর আয়োজনে কয়েকশ নারী-পুরুষ এতে অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে মহানন্দা নদীর ভাঙনে শত শত পরিবার বাস্তুচ্যুত হচ্ছে। ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অথচ বারবার দাবি জানানো হলেও এখনো স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়নি। তারা অভিযোগ করেন, কার্যকর উদ্যোগের অভাবে এলাকাবাসীকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। অবিলম্বে নতুনপাড়া ও মুসলিমপাড়াসহ চরঅনুপনগর ইউনিয়নের ভাঙনকবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তারা।


বক্তারা আরও বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কোনো সহায়তা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। এসব এলাকায় মূলত বসবাস করছে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। কিন্তু মহানন্দা পাড়েও আবার ভাঙনের কবলে পড়েছে তারা। এ অবস্থায় স্থায়ী বাঁধ নির্মাণই একমাত্র সমাধান বলে উল্লেখ করেন বক্তারা।

মানববন্ধনে তারা বসতবাড়ি ও ফসলি জমি রক্ষায় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এসময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা সাদিকুল ইসলাম, আবু তারেক, আসমাউল, সফিকুল ইসলাম, শ্রীকৃষ্ণ, ময়েজ উদ্দিনসহ অন্যরা।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব জানান, চলতি বর্ষা মৌসুমে মহানন্দা নদীর বেশ কিছু অংশে ভাঙন দেখা দিয়েছে। চরঅনুপনগরে ভাঙনের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। বসতবাড়ি ও ফসলি জমি রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

শেয়ার করুন