অফিস ডেস্ক
সোনামসজিদ স্থলবন্দরে আসা মোবাইল ফোন। ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের সোনামসিজদ স্থলবন্দরে পণ্য আমদানির আড়ালে ভারত থেকে চোরাচালান হয়ে আসা মোবাইলফোন উদ্ধার করেছে কাস্টমস। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথরের আড়ালে আসা মোবাইল ফোনের একটি চালান জব্দ করে কাস্টমস।
ওই চালানে আইফোনসহ বিভিন্ন দামি ব্র্যান্ডের ৪২টি মোবাইল ফোন ছিল।
সোনামসজিদ স্থলবন্দর কাষ্টমসের সহকারী কমিশনার সাব্বির আহমেদ জিসান এ তথ্য নিশ্চিত করেছেন।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ভারতীয় একটি ট্রাক পাথর নিয়ে সোনামসিজদ স্থলবন্দরে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রাকে তল্লাশি চালায় কাস্টমস কর্মকর্তারা। এসময় ট্রাকের ইঞ্জিনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরমধ্যে ভারতীয় ভ্যারিয়েন্টের ৮টি আইফোন, স্যামসংয়ের ৫ টি, ওয়ানপ্লাস ১ টি, ভিভো ১২টি, রিয়েলমি ৪ টি, রেডমি ৩টি, অপ্পোর ৬টি মোবাইল ফোন রয়েছে।
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাব্বির আহমেদ জিসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ট্রাকে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাথর বোঝাই ট্রাকের ইঞ্জিনের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।