নুরের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা।
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ | সময়ঃ ০৮:৫৫
photo

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মাটিডালি অংশে এ বিক্ষোভ করেন তারা।


এ সময় মহাসড়কে ঢাকাগামী লেনে যানবাহন পরিবহন বন্ধ হয়ে যায়। তাদের বিক্ষোভে ছাত্র অধিকার পরিষদের প্রায় ৩০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে প্রশাসনের একটি চক্র উঠে পড়ে লেগেছে। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকায় ভিপি নূরের শান্তিপূর্ণ মশাল মিছিলে হামলা করা হয়েছে। দ্রুত আওয়ামী লীগসহ ১৪ দলের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান নেতাকর্মীরা।

এর আগে রাত ৯টার দিকে রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দলটির সভাপতি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় তাকে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

 

সংঘর্ষের বিষয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

 

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাকরাইলে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

শেয়ার করুন