অফিস ডেস্ক
ঢাকায় এসে পৌঁছালে ডাচদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর দুপুরেই সিলেটের উদ্দেশে ঢাকা ছেড়েছে তারা। ছবি: বিসিবি
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে ডাচরা। এরপর বিশ্রাম শেষে এরই মধ্যে সিলেটের উদ্দেশে উড়ালও দিয়েছে স্কট অ্যাডওয়ার্ডসের দল।
আগামী শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের জন্য এই সিরিজ এশিয়া কাপের প্রস্তুতির অংশ।
সিরিজ খেলতে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখে নেদারল্যান্ডস দলের সদস্যরা। এরপর দুপুর সাড়ে ১২টার ফ্লাইটে সিলেটের উদ্দেশে উড়াল দেয় তারা।
চলতি মাসে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও সমসংখ্যক টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ভারতের সরকার গ্রিন সিগন্যাল না দেয়ায় বিসিসিআই সেই সিরিজ স্থগিত করে। ফলে এশিয়া কাপের আগে দেড় মাস বাংলাদেশের কোনো সিরিজ ছিল না।
আন্তর্জাতিক ম্যাচের ঘাটতি পূরণে বিসিবি নতুন প্রতিপক্ষের সন্ধানে নামে। এ অবস্থায় বিসিবির আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশ সফরে এলো ডাচরা।
সিলেটে পৌঁছে আজ বিশ্রাম নেবে ডাচরা। এরপর আগামীকাল সন্ধ্যায় ও আগামী পরশু ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করার কথা সফরকারী দলের।
এবারই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এলো নেদারল্যান্ডস। এখন পর্যন্ত ডাচদের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে চার ম্যাচ খেলেছে টাইগাররা, তাতে ৩টি জয় পেলেও হেরেছে একটি। ২০১২ সালে হেগে প্রথম দেখায় ৯ উইকেটে জয় পায় বাংলাদেশ। কিন্তু একই ভেন্যুতে পরের ম্যাচে জয় পায় নেদারল্যান্ডস।
২০১৬ সালে ধর্মশালায় নেদারল্যান্ডসকে হারায় বাংলাদেশ। আর শেষবার ২০২২ সালে হোবার্টেও টাইগাররাই হাসি নিয়ে মাঠ ছাড়ে।
ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ অবশ্য নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচ খেলে দুবারই হেরেছে। এর মধ্যে ২০২৩ বিশ্বকাপে হারের দগদগে ক্ষতও আছে।