গাইবান্ধায় কাভার্ডভ্যান চাপায় অটোভ্যানের চালকসহ নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ | সময়ঃ ১০:১৪
photo

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ছবি: সংগৃহীত

 

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের গোবিন্ধগঞ্জ পৌর শহরের পান্তাপাড়ায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর শহরের চাম্পাতলী গ্রামের ইনছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৩৭) এবং নবাব আলীর ছেলে রকি (২৮)।


জানা যায়, একটি ব্যাটারিচালিত আটোভ্যান মহাসড়ক পারাপারের সময় বগুড়াগামী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানটি উল্টে দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অটোভ্যানের চালকসহ দুজন নিহত হন। এছাড়া এ ঘটনায় দুই যাত্রী গুরুতর আহত হয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে নিহত দুজনের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করার চেষ্টা চলছে।

শেয়ার করুন