ডাক্তার পরিচয়ে মৃতের পরিবারের কাছে টাকা নেয়ার সময় দালাল গ্রেফতার

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা মৃতের পরিবারের কাছে ডাক্তার পরিচয় দিয়ে টাকা গ্রহণকালে মেহেদী হাসান (৩৮) নামে এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ।
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ | সময়ঃ ০৪:৫৯
photo

সোমবার (২৫ আগস্ট) বিকেলে তাকে গ্রেফতার করে ধাপ ফাঁড়ির পুলিশ।


গ্রেফতার মেহেদী হাসান রংপুর নগরীর রেলওয়ে কলোনির মৃত আবু জাফর আলীর ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত মারামারির ঘটনায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার গবরধন এলাকার নিহত মোসলেম উদ্দিনের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মর্গে থাকা মরদেহ দ্রুত ময়নাতদন্ত ও এ সংক্রান্ত জিনিসপত্র কেনার কথা বলে দালাল মেহেদী হাসান মৃতের পরিবারের কাছে ৮ হাজার টাকা গ্রহণ করেন। এ বিষয়টি পুলিশ কোনোভাবে অবহিত হলে ঘটনাস্থল থেকেই টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।

 

 

নিহতের ভাতিজা আপেল মাহমুদ বলেন, ‘দ্রুত ময়নাতদন্তের কথা বলে মেহেদী হাসান ৮ হাজার টাকা চান। দ্রুত ময়নাতদন্তের কথা ভেবে তাকে টাকা দেয়া হয়। টাকা নেয়ার সময় তিনি নিজেকে ডাক্তার পরিচয় দেন। পরে বিষয়টি পুলিশে জেনে তাকে গ্রেফতার করে। গ্রেফতার মেহেদী হাসান ৮ হাজারের মধ্যে ৭ হাজার টাকা ফেরত দিয়েছেন আমাদের।’

 

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘দালাল মেহেদী হাসান দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীর লোকজনের কাছ থেকে বিভিন্নভাবে টাকা গ্রহণ করে আসছিলেন। আজও তিনি ডাক্তার পরিচয় দিয়ে মর্গে থাকা মরদেহের পরিবারের কাছে টাকা গ্রহণ করে। এমন খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শেয়ার করুন