অফিস ডেস্ক
আইপি বন্ধ থাকায় হিলি স্থলবন্দরে আবারো বৃদ্ধি পেয়েছে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম। ছবি: সংগৃহীত
বর্তমান পেঁয়াজের ইম্পোর্ট পার্মিট (আইপি) বন্ধ থাকায় আবারো বৃদ্ধি পেয়েছে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম। দিনাজপুরে হিলির খুচরা বাজারে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ গত কয়েক দিনের ব্যবধানে কেজিপ্রতি বেড়েছে ৮ থেকে ১০ টাকা। এভাবে হঠাৎ দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, প্রতিটা পেঁয়াজের দোকানেই দেশি ও আমদানি করা পেঁয়াজ পর্যাপ্ত থাকলেও দাম ও ঊর্ধ্বমুখী।
বাজারে পেঁয়াজ কিনতে আসা হায়দার আলী বলেন, এক সপ্তাহ আগেও দেশি পেঁয়াজের দাম ছিলো ৬০ টাকার নিচে। তবে বর্তমানে আমদানি করা পেঁয়াজ ৭০ টাকা। তবে আগে এই পেঁয়াজের দাম ছিলি ৪৫- ৪৭ টাকা।
আড়তে পেঁয়াজ কিনতে আসা পাইকার মোবারক বলেন, ‘গত দুদিন আগে ভারতীয় পেঁয়াজ ৫০ টাকায় কিনেছি, আজ সেই পেঁয়াজ ৫৮ টাকা কেজি হিসেবে কিনতে হচ্ছে। এভাবে বাজার উঠানামা করলে আমরা কি দামে কিনবো আর কীভাবে বিক্রি করবো।’
হিলির পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম জানান, দেশের বাজারে হঠাৎ পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি হওয়ায় ভারত থেকে দীর্ঘ সাড়ে ৫ মাস পর গত ১৪ আগস্ট পেঁয়াজের আইপি দেয় সরকার। ফলে গত ১৭ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। এতে করে দেশের বাজারে পণ্যটির সররবাহ বাড়ায় দাম কমে আসছিল। আবার ১৯ আগস্ট থেকে আবারো বন্ধ হয়ে যায় আইপি। সরকার পেঁয়াজের আইপি দেয়া শুরু করলে আবারও আমদানি বাড়বে দামও কমবে।’
হিলি কাস্টমসের তথ্য মতে, গত সপ্তাহের ৬ দিনে পেঁয়াজ আমদানি হয় ভারতীয় ৭৩ ট্রাকে দুই হাজার ১৭৭ মেট্রিক টন। আর চলতি সপ্তাহে গত দুই দিন আগে ভারতীয় ১১ ট্রাকে ৩৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।