অফিস ডেস্ক
রোববার (২৪ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের সবার নাম-পরিচয় জানা যায়নি।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা হেরিটেজ পরিবহনের একটি রাত্রিকালীন যাত্রীবাহী বাস দিনাজপুরের উদ্দেশ্যে আসছিল। ভোরের দিকে দিনাজপুরের আমবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে ১২ জন আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে। আহতদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। দিনাজপুর মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা নিয়ে কয়েকজন যাত্রী চলে গেলেও ৬ জন আহত যাত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
যাত্রীরা জানান, বাসের চালক ঘুমন্ত অবস্থায় স্টিয়ারিং নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। আহত একজনের নাম পাওয়া গেছে তিনি গণঅধিকার পরিষদের সহসভাপতি ফারুক হোসেন।
আহত যাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার কথা জানান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. প্রশান্ত কুমার রায়।