৩০০ আসনেই প্রার্থী দিতে চায় এনসিপি, সম্ভাবনা আছে জোটেরও

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫ | সময়ঃ ১০:৪৮
photo

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সদস্য সচিব আখতার হোসেন। ছবি: সংগৃহীত 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই এককভাবে প্রার্থী দিতে চায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। তবে তার আগে সাংগঠনিক শক্তি অর্জন করা দলটির মূল লক্ষ্য। আসন সমঝোতা বা জোট গঠনের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না দলটির সদস্য সচিব আখতার হোসেন। এক্ষেত্রে জাতীয় স্বার্থ এবং মতাদর্শ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়ার কথা বলছেন তিনি।

 

প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার পর বেশিরভাগ দলই জোরেসোরে নেমেছে নির্বাচনী মাঠে। এরইমধ্যে সমমনাদের নিয়ে জোট গঠনের ঘোষণা দিয়েছে বিএনপি। ইসলামী দল এবং অন্যদের নিয়ে জোট গঠনের চেষ্টা করছে জামায়াত। শক্তির জানান দিতে এমন বহুমাত্রিক জোটের সমীকরণ যেমন চলছে, একইসঙ্গে প্রার্থীও ঘোষণা করছে কয়েকটি দল।


গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি- এনসিপিও চষে বেড়িয়েছে সারা দেশ। জুলাই মাসব্যাপী জেলায় জেলায় পদযাত্রা করে সাড়া ফেলেছে দলটি। গত ৩ আগস্ট শহীদ মিনারে দলীয় ইশতেহারও ঘোষণা করে এনসিপি। সংস্কার, বিচার, গণপরিষদ এবং নতুন সংবিধানের দাবিতে সরব তারা। নির্বাচন নিয়ে কিছুটা নিরুত্তাপ থাকায় আসন সমঝোতা কিংবা জোট গঠনের নানা গুঞ্জন রটছে এনসিপিকে নিয়ে।


জোটের বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘ইস্যুভিত্তিক আলোচনা হলেও কোনো দলের সঙ্গেই নির্বাচন কেন্দ্রিক জোট বা সমঝোতার সিদ্ধান্ত হয়নি। নিজস্ব শক্তিতে বলিয়ান হয়ে ৩০০ আসনেই একক প্রার্থী দেয়ার পরিকল্পনা এনসিপির।’

 

তিনি আরও বলেন, ‘যত রাজনৈতিক দলের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, বেশির ভাগ বৈঠকই ইস্যুভিত্তিক। নির্দিষ্ট ইস্যুভিত্তিক আলোচনায় মাঠের যে কারও সঙ্গেই যোগসূত্র হতে পারে। আমরা নতুন দল, আমাদের নিজস্ব বৈশিষ্ট্য থাকা উচিত। এ নির্বাচনে আমাদের সক্ষমতা অনুযায়ী ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে।’

 

দলটির সদস্য সচিব আখতার হোসেন বলছেন, নিজস্বতা রক্ষা করে সাংগঠনিক কলেবর বৃদ্ধিই এখন এনসিপির মূল লক্ষ্য। তবে জোট গঠনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। জাতীয় স্বার্থ এবং মতাদর্শ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়ার কথা জানান আখতার।

 

আখতার হোসেন বলেন, ‘সাংগঠনিক কলেবর বৃদ্ধিই এখন আমাদের মূল লক্ষ্য। আমরা চেষ্টা করছি, সারাদেশের সব প্রান্তে যেন জাতীয় নাগরিক পার্টির বার্তা পৌঁছে যায়। যদি জোটের প্রয়োজনীয়তা তৈরি হয়, সেক্ষেত্রে বাস্তব পরিস্থিতি, দেশের প্রয়োজন ও জাতীয় স্বার্থকে বিবেচনায় নিয়ে মতাদর্শগত বিষয়গুলোর বিশ্লেষণ করে আমরা হয়তো সেদিকে অগ্রসর হব।’

 

নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হয়েছে এনসিপি। প্রতীক হিসেবে শাপলা চেয়েছে ২৪ এর গণঅভ্যুত্থানের প্রধান মুখ নাহিদ ইসলামের নেতৃত্বাধীন দলটি। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

শেয়ার করুন