অফিস ডেস্ক
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে এ ঘটনা রেলওয়ে কর্মীদের চোখে পড়ে।
রেলওয়ে সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে কাজে এসে কর্মীরা রেললাইন ভাঙা দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে কর্মীরা ঘটনাস্থলে যান।
তারা জানান, রেললাইনের টপ প্রায় ৬ থেকে ৭ ইঞ্চি ভেঙে গেছে। ছোট আকারের ভাঙন হলেও ঝুঁকি এড়াতে আপাতত পাটের বস্তা ব্যবহার করা হয়েছে। ধীর গতিতে ট্রেন চললেও দ্রুতই লাইন মেরামত করা হবে।
এমন অবস্থাতেও বরেন্দ্র এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, মধুমতী এক্সপ্রেস ও লোকাল মেইল ট্রেন চলাচল করতে দেখা গেছে।
এদিকে, একই দিন সকালে নাটোরের লুকমানপুর স্টেশন এলাকাতেও রেললাইনে ফাটল ধরা পড়ে। সেখানেও পাটের বস্তাগুঁজে ট্রেন চলাচল করছে বলে জানিয়েছে রেলওয়ে। বর্তমানে মেরামতের কাজ চলছে।
বিষয়টি নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী (পথ) আহসান হাবিবের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।