অফিস ডেস্ক
রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার। ছবি: সংগৃহীত
রোববার (১৭ আগস্ট) বোয়ালিয়া থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলা দায়ের করা হয়।
থানা সূত্র জানায়, গ্রেফতার তিনজনের প্রত্যেকের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন প্রস্তুত করা হচ্ছে।
এর আগে, শনিবার (১৬ আগস্ট) রাতে নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত ওই কোচিং সেন্টারে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার হয়।
সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আটক করা হয় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ভাতিজা মোন্তাসেরুল আলম আনিন্দ্য, তার সহযোগী মো. রবিন ও মো. ফয়সালকে।
অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে- দুটি বিদেশি রিভলভার, গুলি, একটি এয়ারগান, ছয়টি দেশীয় অস্ত্র, সামরিক মানের দূরবীন ও অপটিক্যাল স্কোপ, ওয়াকিটকি সেট, জিপিএস, টিজার গান, বিভিন্ন ধরনের কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিমকার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, একাধিক কম্পিউটার সেট, নগদ টাকা এবং দেশি-বিদেশি মদ।
পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী ধাপে গ্রেফতারদের আদালতে হাজির করা হবে এবং তদন্তের স্বার্থে রিমান্ড চাওয়া হবে।