অফিস ডেস্ক
যুক্তরাষ্ট্র ১৬তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়েছে। ছবি: ফেসবুক থেকে
এশিয়া থেকে আফগানিস্তান, পূর্ব-এশিয়া প্যাসিফিক থেকে জাপান, ইউরোপ থেকে স্কটল্যান্ড ও আফ্রিকা অঞ্চলের বাছাই থেকে তানজানিয়া অংশগ্রহণ নিশ্চিত করার পর প্রশ্ন একটাই ছিল—আমেরিকা অঞ্চল থেকে অনূর্ধ্ব-১৯ পুরুষ ওয়ানডে বিশ্বকাপের টিকিট কে পাবে? সেই প্রশ্নের সুরাহা হয়েছে আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রের ম্যাচের পর।
১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার বিশ্বকাপ টিকিট পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। লিওনেল মেসির দেশ আগেও বাছাইয়ের পয়েন্ট টেবিলের নিচে ছিল, এখনও তা-ই আছে। তাদের হারিয়ে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।
আর্জেন্টিনাকে ১৫.৫ ওভারে অলআউট করে ৩৫ রানের লক্ষ্য পেয়েছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। এই লক্ষ্য পেরোতে তাদের খেলতে হয় মাত্র ৩৭ বল। ৯ উইকেটে জিতে বিশ্বকাপে টিকিট পাওয়া ১৬তম দল হলো তারা। নামিবিয়া ও জিম্বাবুয়েতে আসরও বসবে ১৬ দল নিয়ে।
আফগানিস্তান, জাপান, স্কটল্যান্ড ও তানজানিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল গত এপ্রিলে। জিম্বাবুয়ে সরাসরি টিকিট পায় স্বাগতিক হিসেবে। নামিবিয়া স্বাগতিক হলেও পূর্ণ সদস্য না হওয়ায় তাদের খেলতে হয় বাছাইপর্ব, বাছাইপর্ব উতরাতে পারেনি তারা।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি টিকিট পেয়েছে ২০২৪ বিশ্বকাপের সেরা ১০ দল হিসেবে।
মনে প্রশ্ন থাকতে পারে, ২০২৬ বিশ্বকাপটা হবে কবে! ওই আসরের সূচি এখনও নির্ধারিত হয়নি।