জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি ছুটি থাকায় মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫ | সময়ঃ ১১:৩৭
photo

দিনাজপুরের হিলি স্থলবন্দর। ছবি: সংগৃহীত 

 

তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।


বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ‘সরকারি ছুটি থাকায় মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরে পণ্য পরিবহন, খালাস ও ওঠানামার সব কাজ বন্ধ থাকবে। তবে আগামীকাল বুধবার সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হবে।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকে। সরকারি ছুটি এ কার্যক্রমের আওতাভুক্ত নয়। ফলে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা প্রতিদিনই এ চেকপোস্ট ব্যবহার করে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করতে পারছেন।’

হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, ‘৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে সরকারি ছুটির কারণে বন্দরের সব কাজ বন্ধ রয়েছে। তবে আগামীকাল বুধবার থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।’

শেয়ার করুন