অফিস ডেস্ক
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক ও জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার।
আসামিরা হলেন—মিশু (১৯), পিংকি (৩০) এবং দুই কিশোর হুজাইফা (১৪) ও সাজু আহম্মেদ (১৪)।
জানা গেছে, নওগাঁর বদলগাছী থানার খাদাইল গ্রামের নাজমুল নামে এক কিশোরকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর মুক্তিপণ দাবি করে হত্যার ঘটনায় করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুই কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালে আসামি মিশু, পিংকি, হুজায়ফা ও সাজু আহম্মেদ একটি সংঘবদ্ধ চক্র গঠন করে। তারা কৌশলে প্রেমের ফাঁদে ফেলে নাজমুল নামের এক যুবককে মোবাইল ফোনে ডেকে নেন নওগাঁর একটি নারিকেল বাগানে। সেখান থেকে তাকে অপহরণ করে জয়পুরহাটের আক্কেলপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর তার পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হলে নাজমুলকে নির্মমভাবে হত্যা করে তারা। মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যায় চক্রটি।
এ ঘটনায় নিহত নাজমুলের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে আদালত মিশু ও হুজায়ফাকে মৃত্যুদণ্ড এবং অপর দুই আসামি সাজু ও পিংকিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়।