ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। এতে ডুবে গেছে রাঙ্গামাটির পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু। ফলে বুধবার (৩০ জুলাই) সকাল থেকে পর্যটকদের সেতুতে ওঠার ক্ষেত্রে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ।
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ | সময়ঃ ০৩:৩৬
photo

বুধবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা গেছে, সেতুর পাটানত হ্রদের পানিতে ডুবে গেছে। পাটাতনের উপরে ছয় ইঞ্চি পানি উঠেছে। তাই ঝুঁকি এড়াতে সেতুতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা  জারী করেছে।


এতে অনেক দর্শনার্থী সেতু এলাকায় এসেও সেতুতে ভ্রমণ করতে না পেড়ে হতাশ হয়ে ফিরে গোছেন।

ঢাকা থেকে বেড়াতে আসা ছাদেরুর রহমান বলেন, রাঙ্গামাটিতে বেড়াতে এসেছিলাম, আশা ছিল সেতুতে হাটবো ছবি তুলব, কিন্তু সে আশা পূরণ হলো না। ডুবে যাওয়ায় দর্শনার্থী ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তাই ফিরে যাচ্ছি।

 

রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, হ্রদে পানি বাড়ার কারণে ঝুলন্ত সেতুতে আজ (বুধবার) দুপুরে ছয় ইঞ্চি পানি উঠেছে। তাই ঝুঁকি এড়াতে আমরা অনির্দিষ্টকালের জন্য সেতু দিয়ে পারাপারে নিষেধাজ্ঞা দিয়েছি। পানি কমলে সংস্কার শেষে পুনরায় দর্শনার্থীদের জন্য সেতু খুলে দেয়া হবে।

 

কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার দুপুর পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬০ এমএসএল (মিনস সি লেভেল)।  কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ এমএসএল হলেও ১০৫ এমএসএল হলেই ডুবে যায় এই ঝুলন্ত সেতুটি।।

শেয়ার করুন