অফিস ডেস্ক
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৫ জুলাই ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের পশ্চিম চাম্পারান বিভাগের একটি গ্রামে।
সংবাদমাধ্যমকে শিশুটির নানি মতিসারি দেবী বলেন, ‘ওর মা তখন ঘরের পেছন দিকে কাজ করছিল। চুলা জ্বালানোর কাঠগুলো গুছিয়ে রাখছিল। পাশেই খেলছিল গোবিন্দ। তখনই সাপটা বেরিয়ে আসে।’
তিনি আরও বলেন, সাপটাকে দেখেই গোবিন্দ সেটাকে ধরে এক কামড় বসিয়ে দেয়। তখনই আমরা সবাই খেয়াল করি যে ওটা একটা গেহুঁওন সাপ (কোবরা সাপকে স্থানীয়ভাবে গেহুঁওন সাপ বলা হয়)।
এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে সরকারি হাসপাতালে নিয়ে যায়। মতিসারি দেবী বলেন, ‘দাঁত দিয়ে সাপটাকে কামড় দেয়ার পর কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল গোবিন্দ। ওকে আমরা প্রথমে মঞ্ঝোলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে ওকে বেতিয়া হাসপাতালে নিয়ে যাই। এখন বাচ্চা সুস্থ আছে।’
হাসপাতালটির সুপারিনটেনডেন্ট দুবাকান্ত মিশ্রা বলেন, গোবিন্দ কুমার নামে শিশুটিকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এ হাসপাতালে রেফার করে। তার পরিবারের সদস্যরা তাকে সাপের পাশে অজ্ঞান অবস্থায় দেখতে পান। এরপর তাকে গ্রামের পাশের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
তিনি আরও বলেন, ‘তার পরিবারের সদস্যরা দাবি করেছেন শিশুটি সাপটি তাদের বাড়িতে ধরে। সাপটির সঙ্গে তার দাদি তাকে দেখতে পায়। সাপটি মাটিতে মরে পড়েছিল। এছাড়া শিশুটিও অজ্ঞান হয়ে যায়।’
এই চিকিৎসক জানান, শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। যদি তারা তার শরীরে বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখতে পান তাহলে সে অনুযায়ী চিকিৎসা শুরু করবেন।
সূত্র: এনডিটিভি, বিবিসি