অফিস ডেস্ক
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে হায়দার আলী ভবনের সামনে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ছড়িয়ে ছিটিয়ে যায় এর বিভিন্ন ছোট ছোট টুকরা। বিমান বাহিনীর সদস্যরা মেটাল ডিটেক্টরের মাধ্যমে সেগুলো উদ্ধার করছেন।
রোববার (২৭ জুলাই) সকাল থেকে বিমানবাহিনীর তদন্ত সংস্থার সদস্যরা ক্ষতিগ্রস্ত হায়দার আলী ভবনে প্রবেশ করেন৷ ক্ষতিগ্রস্ত শ্রেণীকক্ষ, বিধ্বস্তের স্থানসহ আশপাশের বিভিন্ন স্থান থেকে আলামত সংগ্রহ করেন তারা। সংগ্রহ শেষে বাহিনীর ট্রাকে করে সেগুলো নিয়ে যাওয়া হয়।
আনুষ্ঠানিকভাবে তদন্ত সংস্থা কথা না বলেও জানানো হয়, স্কুল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে কাজ করছেন তারা।
এদিকে ভয়াবহ ঘটনার ছয় দিন পার হলেও এখনো মানসিক অস্থিরতা কাটেনি অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের৷ এদিন বিদ্যালয়ের নির্দিষ্ট কাউন্সেলিং সেন্টারে শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক ট্রমা কাটাতে কাউন্সিলিং করানো হয়।
অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, স্কুলের ওপর দিয়ে বিমান উড়ে গেলে এখন আতঙ্কে থাকেন তারা। ক্লাস শুরুর জন্য এখনো মানসিক প্রস্তুতি নেই বলে জানান অভিভাবকরা।
আগামী ২ আগস্ট পর্যন্ত স্কুলের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।