সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু এনসিএল টি-টোয়েন্টি, বাড়ছে ভেন্যু

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ জুলাই ২০২৫ | সময়ঃ ০৫:৩৭
photo

২০১০ সালে প্রথমবার আয়োজিত হওয়ার পর প্রায় ১৪ বছর ধরে বন্ধ ছিল এনসিএল টি-টোয়েন্টি। টি-টোয়েন্টিতে পাইপলাইন সমৃদ্ধ করার তাড়না থেকে গত বছর আবারও ফিরে আসে ঘরোয়া টি-টোয়েন্টির এই টুর্নামেন্ট। তবে এবার ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে বিসিবি। গত আসরের চেয়েও বেশি জাঁকজমকপূর্ণভাবে এবারের আসর আয়োজন করতে চাইছে বিসিবি।

বিসিবির সূত্র বলছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির তৃতীয় আসর। টুর্নামেন্টটি চলবে ৪ অক্টোবর পর্যন্ত। গতবারের মতো এবারও টুর্নামেন্টে ৮টি দল হওয়ার কথা রয়েছে।


টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়দের স্কিল সীমিত থাকার পেছনে সারাবছর একই কন্ডিশনে খেলে যাওয়াকে দায়ী করেন অনেক বিশ্লেষক। অবশ্য এই সমস্যার পেছনে মূল কারণ পর্যাপ্ত ভেন্যু না থাকা।

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেয়ার পর দেশের প্রায় সব ভেন্যুকে কাজে লাগিয়ে ক্রিকেটকে সর্বত্র ছড়িয়ে দেয়ার কথা বলেছিলেন। সেই ভাবনা থেকেই এবার এনসিএলেও ভেন্যু বাড়াচ্ছে বিসিবি। গতবার কেবল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হলেও এবার তার সঙ্গে আরও দুটি ভেন্যু বাড়ছে। অর্থাৎ মোট ৩টি স্টেডিয়ামে হবে এনসিএলের খেলা। বিষয়টি আজ (২৭ জুলাই) নিশ্চিত করেছেন বিসিবির চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু ।

এ প্রসঙ্গে নান্নু বলেন, 'গতবার তো খুব অল্প সময়ের মধ্যে করা হয়েছিল। এবার তিনটা ভেন্যু পছন্দ করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি ৩টা ভেন্যু চেয়েছে। সে হিসেবে টুর্নামেন্ট কমিটি আগাচ্ছে। এটা নিশ্চিত তিনটি ভেন্যুতেই হবে টুর্নামেন্ট।'

সেপ্টেম্বরে যখন এনসিএল শুরু হবে, তখন এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে থাকবে বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দল। জাতীয় দলের তারাকারা না থাকায় অনেক তরুণ ক্রিকেটার টুর্নামেন্টে সুযোগ পাবেন বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। আর সেখান থেকেই আগামী দিনের জাকের আলী-শামীম পাটোয়ারীদের পাওয়ার আশায় বিসিবি৷

শেয়ার করুন