উল্লাপাড়ায় ১০ বাড়ি আগুনে পুড়ে ছাই

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ জুলাই ২০২৫ | সময়ঃ ০৬:০৬
photo

আগুন নেভাতে স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : সংগৃহীত 

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পৌর এলাকার আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের একজন রত্না বেগম বলেন, ‘আমরা ভূমিহীন পরিবারের মানুষ। সরকারের দেওয়া ঘরেই বসবাস করছিলাম।

আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই।’

 

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের লিডার মো. আসাদুজ্জামান জানান, সরকারি সহায়তায় নির্মিত আদর্শ গ্রামের একটি ব্রাকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে ১০টি বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা।


খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত। এ সময় তিনি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য টিন, চাল ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন