রোববার (২০ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিতের ম্যাচের একাদশে একটি পরিবর্তন নিয়ে পাকিস্তান সিরিজ শুরু করছে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তার জায়গায় একাদশে এসেছেন তাসকিন আহমেদ।
টানা টস হারের পর অবশেষে লিটন দাসের টসভাগ্য সুপ্রসন্ন হলো। স্থায়ীভিত্তিতে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর টানা নয়টি ম্যাচে টস হেরেছেন লিটন। অবশেষে দশম ম্যাচে এসে টস জিতলেন তিনি।