জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল অলম।
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ জুলাই ২০২৫ | সময়ঃ ০৯:৩০
photo

শনিবার (১৯ জুলাই) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল অলম। 

 

শনিবার (১৯ জুলাই) রাতে সাড়ে ৮টার দিকে হাসপাতালে যান তিনি।

এর আগে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান তাকে দেখতে যাওয়া বিষয়টি নিশ্চিত করেন।

সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থবোধ করে টানা দুই বার মঞ্চে পড়ে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর তিনি বসে বক্তব্য শেষ করেছেন। বর্তমানে জামায়াত আমির ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

পরে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ আবু তাহের সাংবাদিকদের বলেন, তার শারীরিক অবস্থা এখন সুস্থ আছেন। আশা করা যাচ্ছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাসায় ফিরে যেতে পারবেন তিনি।

 

শেয়ার করুন