রংপুরে হাসপাতালে শিশুর মৃত্যুর পর অভিযান, ওটি সিলগালা ও জরিমানা

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ জুলাই ২০২৫ | সময়ঃ ১০:১০
photo

রংপুর নগরেরর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আরোগ্য ক্লিনিকে গতকাল বুধবার বিকেলে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।  

 

শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রংপুরে একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন না থাকা, ২০ শয্যার অনুমোদন নিয়ে ৩৫ থেকে ৪০ শয্যায় চিকিৎসা চালানো, অপরিষ্কার অপারেশন থিয়েটার (ওটি), ওটিতে জরুরি ওষুধপথ্য ও যন্ত্রাংশ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে; একই সঙ্গে ওটি সিলগালা করা হয়েছে।

 

নগরেরর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আরোগ্য ক্লিনিকে গতকাল বুধবার বিকেলে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা আখতারুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ৪ জুলাই নগরের বাস টার্মিনাল রোডে আরোগ্য ক্লিনিকে অস্ত্রোপচারের জন্য ভর্তি হন বদরগঞ্জ উপজেলার লালদীঘির জমির উদ্দিনের মেয়ে জুঁই মণি (১২)। গত মঙ্গলবার রাতে অস্ত্রোপচারের সময় শিশুটির মৃত্যু হয়। পরিবারের সদস্যরা রাস্তায় লাশ রেখে আহাজারি করছেন—এমন খবরে পুলিশ ছুটে আসে। পরে ক্লিনিক কর্তৃপক্ষ শিশুটির পরিবারকে ‘ম্যানেজ’ করে এবং তারা লাশ বাড়িতে নিয়ে যায়।

 

চিকিৎসক কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, ক্লিনিকটিতে নিবন্ধন নবায়ন করা নেই। অপারেশন থিয়েটার অপরিষ্কার।‌ প্রয়োজনীয় ওষুধ নেই। এ ছাড়া নানা অব্যবস্থাপনা রয়েছে। অপারেশনের সময় চিকিৎসকের কোনো সহকারী ছিল না। এখানে পোস্ট–অপারেটিভ ওয়ার্ড ও লেবার ওয়ার্ড নেই।

 

আখতারুজ্জামান আরও বলেন, যে শিশুটির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে, তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। অপারেশন ও অ্যানেসথেশিয়া যেসব চিকিৎসক করেছেন, তাঁদের পরিচয় জানা গেছে। তাঁদের চিঠি দেওয়া হবে, চিকিৎসায় ত্রুটি পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দাখিল করা হবে।

 

শেয়ার করুন