বিমান বিধ্বস্তের ঘটনায় এআই ছবি দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিউমার স্ক্যানার

উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র সাহায্যে তৈরি ভুয়া ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে ভ্রান্তিকর প্রচার ও অপতথ্য ছড়ানো হচ্ছে। এমন তথ্য শনাক্ত করেছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার।
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ | সময়ঃ ০৪:১২
photo

উত্তরায় বিমান বিধ্বস্তের দৃশ্য দাবি করে প্রচারিত এই ছবিগুলো এআই দিয়ে তৈরি। ছবি: সংগৃহীত

 

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে যাচাই করা তথ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে এসব ভুয়া চিত্র এবং প্রচার চিহ্নিত হয়েছে।


রিউমার স্ক্যানারের অনুসন্ধান টিম ফ্যাক্টচেক করে জানায়, বিমান দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে এআই প্রযুক্তি দিয়ে তৈরি একাধিক ভুয়া ছবি ছড়ানো হচ্ছে, যেগুলোর সঙ্গে প্রকৃত ঘটনার কোনো সম্পর্ক নেই।

আরও জানায়, গত বছর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ও গুজব প্রচারের প্রবণতা বেড়েছে, যার প্রমাণ তারা পেয়েছে। 

শেয়ার করুন