বগুড়ায় ইজি বাইকচালকের মরদেহ উদ্ধার


বগুড়া জেলার নন্দীগ্রামে রিপন আকন্দ (৫০) নামের এক ইজি বাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ ফাজিল ডিগ্রি মাদরাসার পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রিপন শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাটগাড়ি তালপট্টি গ্রামের বদিউজ্জামানের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে জঙ্গলে একটি মরদেহ দেখতে পান।

নিহতের ভাই নান্নু আকন্দ বলেন, ‘গতকাল সোমবার রাত ৮টার দিকে রিপন ভাড়ায় চালিত ইজিবাইকে তিনজন যাত্রী নিয়ে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে থাকেন।


পরে খবর পান নুন্দহ এলাকায় একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে গিয়ে রিপনের মরদেহ শনাক্ত করেন। দুর্বৃত্তরা রিপনকে হত্যা করে ইজিবাইক ও মোবাইল ফোন নিয়ে গেছে।’
নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।