ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে মা-মেয়েসহ দুইজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে জেলা সদরের আউলিয়াপুর ইউনিয়নের সিকদারহাট গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।


পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের জগদীশ রায়ের দ্বিতীয় স্ত্রী শাপলা রানী ও মেয়ে শর্মিলা রানী নিজ বাড়িতেই থাকতো। স্বামী মাঝে মাঝে বাসায় আসতো। অভাবের সংসার কোনো রকমে দিন কাটতো তাদের। হঠাৎ আজ সোমবার রাতে ওই বাড়ির পাশ দিয়ে চলাফেরার সময় দুর্গন্ধ ছড়িয়ে পরে বাতাসে। আশপাশের লোকজন টচ মেরে ভেতরে দেখতে পায় মা ও মেয়ে দুজনের লাশ।

নিহত শাপলা রানী (৫০) ও তার মেয়ে শর্মিলা রাণী (১৮) ওই গ্রামের জগদীশ রায়ের স্ত্রী ও সন্তান। পরবর্তীতে দ্রুত সদর থানা পুলিশকে খবর দিলে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে অর্ধগলিত দুটি লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।


স্থানীয় এলাকাবাসীর দাবি কীভাবে মারা গেলো তা তদন্ত করা জরুরি। কারণ একই পরিবারের দুটি মানুষ এভাবে লাশ হয়ে পরে থাকবে মেনে নেয়া যায় না।

এ বিষয়ে ঘটনাস্থলে আসা সদর থানার এসআই দীন মোহাম্মদ জানান, লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। দ্রুতই প্রকাশ পাবে বলে জানান তিনি।


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।