রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে নিহত ১, নিখোঁজ ২


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সনাতন ধর্মের এক মৃত ব্যক্তিকে শ্মশান ঘাটে নেওয়ার জন্য নৌকায় প্রায় ৩৫ থেকে ৪০ জন নদী পার হচ্ছিলেন। মাঝনদীতে পৌঁছেই তীব্র ঘূর্ণি স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন ৬৫ বছরের হরেণ সাহা ও ৩৫ বছরের দিলীপ দাশ।


আহত অবস্থায় কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ৬০ বছরের জিতেন মণ্ডলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সকাল ১১টা থেকে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীর গভীরতা ও তীব্র স্রোতের কারণে প্রায় চার ঘণ্টার চেষ্টা সত্ত্বেও নিখোঁজদের উদ্ধার সম্ভব হয়নি বলে জানিয়েছেন গোদাগাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. নমির উদ্দিন।

 

তিনি বলেন, নদীর স্রোত ও গভীরতা এত বেশি যে উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়েছে। আমরা মরদেহ ভেসে ওঠার অপেক্ষায় আছি।

নৌকাডুবির ঘটনায় প্রেমতলী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে আহাজারি, নিখোঁজদের স্বজনরা ভেঙে পড়েছেন।


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।