রোনালদোর রেকর্ড ছোঁয়া গোল, নাটকীয় জয় পর্তুগালের


ক্রিস্তিয়ানো রোনালদো আবারও লিখলেন নতুন অধ্যায়। মঙ্গলবার বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে গোল করে বিশ্বকাপ বাছাই ম্যাচে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন তিনি।

৪০ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড এখন পর্যন্ত বাছাইপর্বে গোল করেছেন ৩৯টি। যা গোয়াতেমালার কার্লোস রুইজের সমান।


একই সঙ্গে লিওনেল মেসির চেয়ে তিন গোল এগিয়ে গেলেন তিনি। এই গোলে জাতীয় দলের হয়ে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়াল ২২৩ ম্যাচে ১৪১, যা কোনো পুরুষ ফুটবলারের পক্ষে সর্বোচ্চ।
ম্যাচে ২১ মিনিটে বার্নাবাস ভার্গার গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। তবে ৩৬ মিনিটে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বার্নার্দো সিলভা পর্তুগালকে সমতায় ফেরান।


বিরতির পর ৫৮ মিনিটে স্পটকিক থেকে রোনালদো রেকর্ড ছোঁয়া গোলটি করে দলকে এগিয়ে দেন।


৮৪ মিনিটে আবারও গোল করেন ভার্গা, ফলে ম্যাচে ড্রয়ের আভাস দেখা যাচ্ছিল। কিন্তু দুই মিনিট পর হঠাৎই জোও ক্যানসেলোর গোল নিশ্চিত করে পর্তুগালের নাটকীয় জয়।

শনিবার আর্মেনিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয়ে জোড়া গোল করেছিলেন রোনালদো।

 

দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে এখন রবার্তো মার্টিনেজের দল। হাঙ্গেরি এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, সমান পয়েন্টে রয়েছে আয়ারল্যান্ডও। দ্বিতীয় স্থানে থাকা আর্মেনিয়ার পয়েন্ট ৩।


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।