রংপুরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার


রংপুরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার। সংগৃহীত ছবি

 

পুলিশ জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে দর্শনা মোড় থেকে মডার্ণ মোড়গামী মহাসড়কের পশ্চিম পাশে শুটকির আড়ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে অংশ নেন তাজহাট থানার এসআই (নিরস্ত্র) মো. নাজমুল হাসান মোল্লা, সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর রংপুর ক্যাম্পের একটি দল। এ সময় শুটকির আড়তের প্রায় ১০০ গজ দক্ষিণে বাউন্ডারি ঘেরা একটি বাগানের ভেতর থেকে দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

তল্লাশি করে বস্তাগুলো থেকে ১০টি একনলা বন্দুক এবং ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ তালিকাভুক্ত করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় তাজহাট থানায় জিডি (নং-৩৬৯, তারিখ-০৯/০৯/২০২৫) এন্ট্রি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেখানে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।