অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ১১:২৮
কামড় দেয়া রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে হাজির হওয়া যুবক।
এক যুবককে ভয়ঙ্কর রাসেল ভাইপার সাপে কামড় দিয়েছে। তবে ভয় না পেয়ে কামড় দেয়া সাপটি ধরে নিয়ে হাসপাতালে গিয়েছেন আক্রান্ত ওই যুবক। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজশাহীর পবা উপজেলার সিটি হাট এলাকায়।
রোববার (৭ সেপ্টেম্বর) সিটি হাট এলাকায় ওই যুবককে কামড় দেয় রাসেল ভাইপার সাপ। তবে অন্য দশজনের মতো ভয়ে না পালিয়ে উল্টো সাপটিকে ধরে ফেলেন যুবক।
এরপর ওই যুব্ক অটোরিকশা চালিয়ে সাপসহ সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হন। হঠাৎ জীবন্ত সাপ দেখে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা অবাক হয়ে যান। তবে আক্রান্ত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীকে দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দেয়া হয়। এরপর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন। নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
স্থানীয়রা জানান, ঘটনাস্থল থেকে সাপের ছবিও পাওয়া গেছে। এই ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।