অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ১১:২২
গাইবান্ধার সাদুল্লাপুরে বাসর ঘরে নববধূ কর্তৃক স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দ কোমারপুর ইউনিয়নের পাইকা গ্রামে নববিবাহিত স্বামীর বাড়িতে। এ ঘটনায় নববধূকে আটক করেছে সাদুল্লাপুর থানার পুলিশ।
ছেলের পরিবার সূত্রে জানায়,গত শুক্রবার (৫সেপ্টেম্বর) পারিবারিক ভাবে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দ কোমারপুর ইউনিয়নের পাইকা গ্রামের কুরালু শেখের ছেলে নজরুল শেখের সাথে পাশ^বর্তী পলাশবাড়ী উপজেলার মাঠেরহাঠের রাজনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ে মোরশেদা আক্তারের সাথে বিবাহ সম্পন্ন হয়।
ঐ দিন মহাআনন্দের সাথে নববধূকে ঘরে তোলেন বর নজরুলসহ অন্যান্য আত্মীয় স্বজনরা। পারিবারিক আনুষ্ঠানিকতা শেষে নববিবাহিত দম্পত্তি বাসর ঘরে অবস্থান কালে মধ্যরাতে হঠাৎ নববধূর কাছে থাকা বেøড দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গে আঘাত করে কিছু অংশ কেটে ফেলে।এ সময় বরের আত্মচিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পর দিন ৬ সেপ্টেম্বর সকালে নববধূর বেøডের আঘাতে স্বামীর পুরুষাঙ্গে কিছু অংশ কেটে ফেলার চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।পরে খবর পেয়ে পুলিশ বিয়ে বাড়ি থেকে নববধূ আটক কওে সাদুল্লাপুর থানায় আনে।
এ ব্যাপারে সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার জানায়,স্বামীর পুরুষাঙ্গ আংশিক কাটার অভিযোগে নববধূকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সেই সাথে তদন্ত সাপেক্ষে আইন মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে
© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।