অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ১১:২২
স্বচ্ছ আকাশে ধরা দিয়েছে কাঞ্চনজঙ্ঘার বরফঢাকা চূড়া।
ভোরের কোমল আলো কিংবা বিকেলের শেষ সূর্যরশ্মি মেখে আবারো ধরা দিল সেই চিরচেনা দৃশ্য—হিমালয়ের মহারাজা কাঞ্চনজঙ্ঘা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ করেই পঞ্চগড়ের আকাশে উঁকি দেয় এই বরফঢাকা বিশাল পর্বতশৃঙ্গ। স্বচ্ছ নীল আকাশে কাঞ্চনজঙ্ঘার এ আবির্ভাব যেন কিছুক্ষণের জন্য পুরো জেলাজুড়ে ছড়িয়ে দেয় অপার্থিব এক আনন্দ।
পঞ্চগড় সদর, তেঁতুলিয়া, বোদা, আটোয়ারীসহ জেলার বিভিন্ন স্থান থেকে দৃশ্যমান হয় বরফে মোড়ানো বিশ্বের তৃতীয় সর্বোচ্চ এই শৃঙ্গ। যদিও আগের দিন সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ও বিকেলেও আংশিকভাবে দেখা গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা, তবে মঙ্গলবার তার রূপ ছিল আরও স্পষ্ট, আরও মনোমুগ্ধকর।
স্থানীয়রা জানান, হঠাৎ করেই উত্তর-পশ্চিম আকাশে মেঘের ভেতর সাদা এক বিশাল আকৃতি নজরে আসে। প্রথমে মেঘ মনে হলেও পরে বোঝা যায় এটি কাঞ্চনজঙ্ঘা।
বোদা উপজেলার মকররী পাড়া এলাকার বাসিন্দা আজহারুল ইসলাম বলেন, 'প্রথমে মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। মেঘ নয়, বরফে মোড়ানো এক বিশাল পাহাড় আমাদের এত কাছেই! ভাবতেই শিহরণ জাগে।'
পঞ্চগড় পৌর এলাকার শিক্ষার্থী মুরসালিন জানান, 'করতোয়া সেতু পার হওয়ার সময় হঠাৎ চোখে পড়ে সেই সৌন্দর্য। এমন দৃশ্য দেখে যানবাহনের মানুষজনও থেমে যায়, সবাই দাঁড়িয়ে মোবাইলে ছবি তোলে বা পরিবারের সঙ্গে উপভোগ করে এই দৃশ্য।'
বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড় হিমালয় পর্বতমালার খুব কাছে অবস্থিত হওয়ায় আবহাওয়া অনুকূলে থাকলে সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে কখন দেখা যাবে তা নির্ভর করে ভাগ্যের ওপর।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, 'গত কয়েকদিন আবহাওয়া তুলনামূলকভাবে পরিষ্কার ছিল। ফলে মাঝেমধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। তবে আগামী সাত দিনে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই প্রবণতা নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।'
স্থানীয় বাসিন্দারা বলছেন, কাঞ্চনজঙ্ঘা দেখার মোক্ষম সময় এখনও আসেনি। সাধারণত অক্টোবর থেকে শুরু হয় স্পষ্টভাবে দেখার ঋতু। তখন সূর্যোদয় কিংবা সূর্যাস্তের আলোয় কাঞ্চনজঙ্ঘা হয়ে ওঠে আরও রহস্যময় ও মনকাড়া।
হিমালয়ের অন্তর্গত কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গের উচ্চতা প্রায় ৮ হাজার ৫৮৬ মিটার বা ২৮ হাজার ১৬৯ ফুট। এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত, যার অবস্থান ভারত-নেপাল সীমান্তে। 'কাঞ্চনজঙ্ঘা' শব্দটির অর্থ ‘পাঁচটি ধন-সম্পদের ভাণ্ডার’। এই শ্বেতশুভ্র পর্বত সূর্যের আলোয় কখনো সোনালি, কখনো রূপালি, আবার কখনো গোলাপি আভায় ঝলমল করে ওঠে, যা এক অপূর্ব দৃশ্যের জন্ম দেয়।
© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।