রংপুরে সড়ক অবরোধ, ডিপ্লোমা প্রকৌশলীদের সাত দিনের আলটিমেটাম


রংপুরে সড়ক অবরোধ করে ডিপ্লোমা প্রকৌশলীদের লং মার্চ কর্মসূচি পালন।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে খামার মোড়ে নেসকোর আঞ্চলিক কার্যালয়ের দিকে যায়।


পুরাতন ট্রাকস্ট্যান্ড এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে রংপুর ও রাজশাহী বিভাগের প্রায় ১০টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।

ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়কারী সদস্য সাইফুল ইসলাম, মোস্তাফিজার রহমানসহ অন্যান্য নেতারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, রংপুর নেসকো অফিসের উপ-সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান একটি মিথ্যা পরিস্থিতি তৈরি করে দায় চাপিয়েছেন ডিপ্লোমা শিক্ষার্থীদের ওপর। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে বিদ্যুৎ খাতে নৈরাজ্য সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেফতার, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারসহ সাত দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

সাইফুল ইসলাম বলেন, ‘আজ রংপুরে লং মার্চ টু নেসকো কর্মসূচিতে সড়কে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন শেষে রংপুর প্রধান প্রকৌশলী বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়েছে। সেখানে আমাদের দাবি আদায়ে ৭ দিনের আল্টিমেটাম বেঁধে দেয়া হয়েছে। যদি উপ-সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানকে গ্রেফতার ও তাদের ভাড়া করা গুন্ডাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হয়, তবে পরবর্তী কর্মসূচি হিসেবে রাজশাহীতে নেসকো প্রধান কার্যালয় অভিমুখে লং মার্চ করা হবে।’

তিনি আরও বলেন, ‘বুয়েট শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা আন্দোলন থেকে সরে আসারও দাবি জানাচ্ছি।’

পরে জনদুর্ভোগ এড়াতে আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।