অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, সময়ঃ ০৯:৪৩
নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় স্বামীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ ।
ওই গৃহবধূর স্বজনরা অভিযোগ করেন, গত বুধবার (২৭ আগস্ট) সাঘাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলের সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের এক মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। বুধবার শেষ রাতে বিয়ে বিদায় হয়। বৃহস্পতিবার রাতে স্বামীর বাড়িতে তাকে কৌশলে বেশ কয়েকটি বড়ি খাওয়ানো পর কয়েকজন মিলে স্বামীর সহায়তায় ধর্ষণ করে।
শুক্রবার দুপুর ২টার দিকে ওই নববধূর পরিবারের লোকজন তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় শুক্রবার রাতে ধর্ষণের শিকার ওই নারীর পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করা হলে শনিবার তার স্বামীসহ ৭ জনকে আটক করে পুলিশ ।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফাহাদ আল আসাদ জানান, চিকিৎসা নিতে আসা ওই নববধূর শরীরে ধর্ষণ ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে। ধর্ষণের শিকার ওই নারী অসুস্থ থাকায় বিস্তারিত জানা যাচ্ছে না।
© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।