অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, সময়ঃ ১০:১২
বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। ছবি: সংগৃহীত
আগামী সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। এই অসাধারণ অর্জনকে সম্মান জানিয়ে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাকে অভিনন্দন জানিয়েছে।
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাকি আছে আর মাত্র এক মাস। সেই বিশ্বকাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে টিভি ও চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করবেন তিনি। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথমবার কোনো নারী আম্পায়ার দায়িত্ব পালন করবেন বিশ্বকাপে।
এদিকে মঙ্গলবার (২৬ আগস্ট) এক বার্তায় জেসিকে অভিনন্দন জানায় ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এক বার্তায় তারা লিখেছে, অভিনন্দন ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম (আইভিএলপি)-এর সাবেক সাথিরা জাকির জেসিকে, যিনি প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে ২০২৫ আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দায়িত্ব পালন করে ইতিহাস গড়তে যাচ্ছেন।
এছাড়া, বার্তায় আরও বলা হয়েছে, আমেরিকার এক্সচেঞ্জ প্রোগ্রাম নতুন সুযোগ সৃষ্টি করে, বৈশ্বিক সংযোগকে শক্তিশালী করে এবং ক্রীড়াসহ নানা ক্ষেত্রে উদ্ভাবনকে অনুপ্রাণিত করে।
© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।