বগুড়ার গাবতলীতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৬ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।


সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সোন্দাবাড়ি পূর্বপাড়া এলাকার হাবিবুর রহমানের বাড়ির নিচে থেকে এসব চাল উদ্ধার করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী মডেল থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি লোগোযুক্ত বস্তায় রাখা মোট ১৫৬ বস্তা মানহীন চাল জব্দ করা হয়। পরে জব্দকৃত চাল থানা হেফাজতে রাখা হয়।

ইউএনও হাফিজুর রহমান আরও বলেন, হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া নেয়া গোডাউনে রবিউল ইসলাম নামের এক ব্যক্তি চালগুলো মজুত করেছিলেন। এ ঘটনায় প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।