স্ত্রীর সঙ্গে ছিল না পরিবারের বনিবনা, পাওয়া গেল স্বামীর ফাঁস লাগানো মরদেহ।


নিহত মিলন। ছবি: সংগৃহীত

 

রোববার (২৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলা ফুলবাড়ী সদর ইউনিয়নের কবির মামুদ দালালী টারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মকবুল হোসেন কসাইয়ের ছেলে।


জানা গেছে, মিলনের বিয়ের পর থেকে তার স্ত্রী সানজিদার সাথে শাশুড়ির বনিবনা নেই। যার কারণে প্রায় প্রতিদিনই ঝগড়া লেগেই থাকতো পরিবারে। এ নিয়ে রোববার রাতে মিলনকে শাসায় করে পরিবারের লোকজন। ওই রাতেই সবার অজান্তে শোয়ার ঘরের ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন সে।

ঘটনার সময় তার স্ত্রী তার বাবার বাড়িতে ছিলেন।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, ঘটনাস্থলে সার্কেল স্যার পরিদর্শন করেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। 


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।