নীল সমুদ্রে টয়ার এমন লুক আগে দেখেনি কেউ


কক্সবাজারে নীল সমুদ্র আর নীল আকাশের নীচে হারিয়েছেন এই অভিনেত্রী। তার ফিটনেস ভক্তদের অনুপ্রেরণা যোগায়। এর আগে তিনি শেয়ার করেছেন শ্রীলঙ্কায় বেড়াতে যাওয়ার ছবি।


ব্যক্তিগত জীবনে টয়া অভিনেতা শাওনকে বিয়ে করেছেন। দুজনেই ইচ্ছা হলেই উড়াল দেন দেশ-বিদেশ।

 

মুমতাহিনা চৌধুরী টয়া লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০-এ পঞ্চম স্থান অধিকার করেন। রুমানা রশিদ ঈশিতা পরিচালিত ‘অদেখা মেঘের কাব্য’ নাটকের মাধ্যমে তার অভিনয়ের জীবন শুরু হয়েছিল। পরবর্তীতে তিনি অনেক টেলিভিশন অনুষ্ঠান, নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। এছাড়াও তিনি অনেক ভিডিও গানেও কাজ করেছেন।
 

১৯৯১ সালের ২৪ এপ্রিল রাঙ্গামাটিতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা পেশায় একজন ব্যবসায়ী এবং মা একজন স্কুল শিক্ষিকা। দু'বোনের মধ্যে টয়া ছোট।


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।