হিলি স্থলবন্দরে আধা বেলা আমদানি-রফতানি বন্ধ


রোববার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোডসহ সব কার্যক্রম বন্ধ ছিল।


বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।

তিনি বলেন, ‘হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী (নেপাল বাবু) গত ১৫ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার তার গ্রামের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনায় গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হয়। রোববার তার শোকসভা অনুষ্ঠিত হয়।’

 

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অসিতকুমার স্যানাল বলেন, ‘হিলি পানামা পোর্টের এমডি
অনন্ত কুমার চক্রবর্তীর মৃত্যুতে পানামা পোর্টের কর্মকর্তা-কর্মচারীরা শোকসভা আয়োজন করেছে। ফলে আজ আধা বেলা বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুপুরের পর থেকে যথারীতি কার্যক্রম শুরু হয়েছে।’


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।