অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, সময়ঃ ১২:৫২
রোববার (১৭ আগস্ট) সকালে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেটে ভবনে স্থাপিত চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ের তথ্য মতে, এ পর্যন্ত ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৬০ জনের বেশি প্রার্থী। আর ১৮টি হলে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রায় ৯০ জনেরও বেশি প্রার্থী।
তফসিল অনুযায়ী, ১৯ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। পরদিন ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ আগস্ট। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট।
এরপর ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।
© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।