‘রকেট ফোর্স’ বানাচ্ছে পাকিস্তান


ছবি: রয়টার্স

 

বুধবার (১৩ আগস্ট) ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা দেন।


অনুষ্ঠানে শেহবাজ শরিফের পাশপাশি প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সেখানে তুরস্কে এবং আজারবাইজানের সামরিক বাহিনীও উপস্থিত ছিল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং সব দিক থেকে শত্রুদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই রকেট বাহিনী দেশের প্রচলিত সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। 

দেশটি এবারের স্বাধীনতা দিবস উদ্‌যাপন করছে ‘মার্কা-ই-হক’ প্রতিপাদ্য নিয়ে, যা ‘অটল সংকল্প, ত্যাগ এবং ঐক্য’ তুলে ধরে।

রাজনীতিবিদদের পাশাপাশি দেশের সামরিক বাহিনীর অবদানের কথা স্মরণ করে শেহবাজ শরিফ বলেন, ‘পাকিস্তান একমাত্র মুসলিম শক্তি এবং বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তি।’

তিনি জোর দিয়ে বলেন, ‘পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আগ্রাসনের জন্য নয়। আমরা ভারতীয় পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে আমাদের প্রতিরক্ষার জন্য এই অস্ত্রগুলো অর্জন করেছি।’

সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষের কথা তুলে ধরে শেহবাজ আরও বলেন, ‘ভারতের সাথে যুদ্ধবিরতিতে পৌঁছানোর ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই।’ 

সূত্র: আনাদোলু এজেন্সি


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।