অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, সময়ঃ ০১:৫৮
‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ (৫ আগস্ট) উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেমের আওতাধীন চক্ষু হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন দুই শতাধিক রোগী। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ সেবা কার্যক্রম চলবে।
চক্ষু হাসপাতালটির মেডিক্যাল অফিসার ডা. মো. আব্দুর রাজ্জাক ও ইনচার্জ মো. আশরাফুল ইসলামের তত্ত্বাবধানে এই ফ্রি চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, ডাক্তারের চেম্বার ও ওষুধ কাউন্টারে উপচে পড়া ভিড়।
বেশিরভাগ রোগীই পঞ্চাশোর্ধ এবং অর্থনৈতিকভাবে অসচ্ছল।
চিকিৎসা নিতে আসা বিয়াঘাট গ্রামের মো. জান্টু (৪০), ষাটোর্ধ রহিমা বেগম ও হুরমত আলীসহ অনেকে বলেন, ‘এই দিনে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাই ফ্রি চিকিৎসা পাচ্ছি।’ চিকিৎসায় সন্তুষ্ট হয়ে হাসপাতালের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা।
প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেমের প্রেসিডেন্ট ড. এমএ মুহিত জানান, জুলাই শহীদদের স্মরণে প্রতিবছর ৫ আগস্ট আমাদের সব শাখা চক্ষু হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।
রোগীদের প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষাও সম্পূর্ণ ফ্রি করা হবে।
© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।