তাড়াশে পা পিছলে পুকুরে পড়ে প্রাণ গেল তরুণীর


সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের পানিতে ডুবে হামিদা খাতুন (১৮) নামের এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের ললুয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, নিহত ওই গ্রামের মো. আব্দুল হামিদের মেয়ে। তিনি সাঁতার জানতেন না।


আজ মলঙ্গবার সকালে নিজবাড়ির পুকুরে গোসল করতে যান। ঘাটে গিয়ে শেওলায় পিছলে পুকুরের পানিতে পড়ে যান তিনি।

খবর পেয়ে পরিবারের লোকজন পানিতে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে খালকুলা ওহী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হামিদা খাতুনকে মৃত ঘোষণা করেন।


তাড়াশ খানার ওসি মো. জিউয়ার রহমান এ প্রতিনিধিকে জানান, পানিতে ডুবে একজনের মৃত্যুর বিষয়টি আমি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ-খবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।