কৃষি ব্যাংকে হামলার ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা এবার গ্রেফতার


গ্রেফতার যুবদল নেতা। ছবি: সংগৃহীত

 

শনিবার (২ আগস্ট) বিকেলে চাটমোহর উপজেলার ফৈলজানা থেকে তাকে গ্রেফতার করা হয় ৷


রোববার (৩ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১২।

গ্রেফতার লোকমান ফৈলজানা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য। এছাড়া একই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। গত শুক্রবার (১ আগস্ট) রাতে তাকে দল থেকে বহিষ্কার করে জেলা যুবদল।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার এনামুল হক জানান, গত ৩১ জুলাই দুপুরে পাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফৈলজানা শাখায় ভাঙচুর এবং ব্যাংক কর্মকর্তাদের আহত করার ঘটনা ঘটে।


অভিযুক্ত লোকমান হোসেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফৈলজানা শাখা থেকে তিন লাখ টাকা ঋণ নেয়। দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার নামে আদালতে ঋণখেলাপী মামলা দায়ের করে। মামলা দায়েরের পর ক্ষিপ্ত হয়ে ৩১ জুলাই দুপুরে লোকমান হোসেন তার সহযোগীদের নিয়ে  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফৈলজানা শাখায় প্রবেশ করে ব্যাংক ভাঙচুর করে। ঐ সময় ব্যাংকে দায়িত্বরত কর্মকর্তারা তাদের বাধা দিলে লোকমান হোসেন এবং তার সহযোগীরা ব্যাংক ম্যানেজারসহ ব্যাংকের মূখ্য কর্মকর্তা এবং সিনিয়র অফিসারদের মারধর করে আহত করেন।

এ ঘটনায় ব্যাংক ম্যানেজার শামসুজ্জামান নয়ন বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন।

পরে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি দল শনিবার বিকেল ছয়টার দিকে চাটমোহর উপজেলার ফৈলজানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় প্রধান আসামি লোকমান হোসেনকে গ্রেফতার করে। তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।


চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, গ্রেফতার লোকমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।