ছাত্রদলের সমাবেশে স্লোগানে মুখর শাহবাগ


মৎস্যভবন থেকে কাঁটাবন, ইন্টারকন্টিনেন্টালে মোড় থেকে টিএসসি এলাকা পর্যন্ত বিস্তৃত হয় সারাদেশ থেকে আসা ছাত্রদল নেতাকর্মীদের জমায়েত। ছবি ভিডিও থেকে নেয়া

 

রোববার (৩ আগস্ট) বিকেলে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের আগে থেকে সমাবেশস্থল ছাত্রদল নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।


মৎস্যভবন থেকে কাঁটাবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে টিএসসি এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে সারাদেশ থেকে আসা ছাত্রদল নেতাকর্মীদের জমায়েত। ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দিচ্ছেন তারা।

সমাবেশস্থলে ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা।

ছাত্রদল নেতারা জানান, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে ছাত্রদল সমাবেশ করতে না পারাসহ রাজনৈতিক অধিকার বঞ্চিত হয়েছে। তাই এই ‌সমাবেশ নিয়ে সারা দেশের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। নিজেদের এজেন্ডার পাশাপাশি বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে না পারা তরুণ প্রজন্মের ভোটাধিকার প্রতিষ্ঠার ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রদলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদকসহ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেবেন।

এদিকে শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল এবং কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির পূর্বঘোষিত সমাবেশকে কেন্দ্র করে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

ডিএমপি জানিয়েছে, শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার এবং সোহরাওয়ার্দী উদ্যান এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে ১৪ হাজার পুলিশ সদস্য। এর মধ্যে ৮ হাজার রয়েছেন ইউনিফর্মে, আর ৬ হাজার সাদা পোশাকে। নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে রয়েছে র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও।


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাসুদ রানা

ফোনঃ ০১৭২২১৫৮১৩০

যোগাযোগঃ পি-৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭.

© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।