অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, সময়ঃ ০৫:৫৭
সব সময় মেসির পাশে থেকে খেলতে চান ডি পল। ছবি: মায়ামি
জাতীয় দলের পর ক্লাব ফুটবলেও বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে খেলার স্বপ্নপূরণ করতেই ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন রদ্রিগো ডি পল। ক্লাব মালিক ডেভিড বেকহ্যামকে অনুপ্রেরণা মেনে এমএলএসে দারুণ কিছু করতে চান আর্জেন্টাইন মিডফিল্ডার। ক্লাবের হয়ে ম্যাচ পূর্ববর্তী প্রথম সংবাদ সম্মেলনে এসে জানান শিরোপা জিতে হতে চান মায়ামির ইতিহাসের অংশ। রোববার (৩ আগস্ট) লিগস কাপে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মেক্সিকান ক্লাব নেকাক্সার মুখোমুখি হবে ইন্টার মায়ামি।
বন্ধুত্ব, ভালোবাসা আর স্বপ্নের টানে বদলে গেল রদ্রিগো ডি পলের জীবন। ইউরোপের উজ্জ্বল ভবিষ্যত আর চ্যাম্পিয়ন্স লিগের মোহ ছেড়ে আর্জেন্টাইন মিডফিল্ডার এখন মেসির পাশে। দুজন একসঙ্গে অনুশীলন করেছেন যুক্তরাষ্ট্রের মাঠে। ডি পলের অভিষেক ম্যাচে জয়ও পেয়েছে ইন্টার মায়ামি।
১০ বছর ইউরোপের ফুটবলে রাজত্ব করেছেন ডি পল। খেলেছেন ভ্যালেন্সিয়া, উদানিজ, আর সবশেষ অ্যাতলেটিকো মাদ্রিদে। ফর্মও ছিল দারুণ। কিন্তু সেসব ছেড়ে এক মেসির কারণেই যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। যা নিয়ে নেই বিন্দুমাত্র আক্ষেপ। বরং এদিন প্রথমবারের মতো ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন করে স্বপ্নপূরণের কথা জানান বিশ্বকাপজয়ী ফুটবলার।
রদ্রিগো ডি পল বলেন, ‘লিও আর আমার অনেকদিনের স্বপ্ন ছিল একসঙ্গে এক ক্লাবের হয়ে খেলার, প্রতিদিন একসঙ্গে থাকার। জাতীয় দলে যখন দেখা হতো আমাদের সময় দারুণ কাটতো। কিন্তু খুব তাড়াতাড়ি সে সময়টা ফুরিয়ে যেতো। আমি চাই সবসময় ইতিহাসের সেরা ফুটবলারের পাশে খেলতে।’
এমএলএসের ক্লাবে যোগ দিতে শুধু মেসিই নয়। ক্লাব মালিক ডেভিড বেকহ্যামকেও অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন ডি পল। ২০০৭ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব লা গ্ল্যাক্সিয়ায় যোগ দিয়েছিলেন ইংলিশ মিডফিল্ডার। ইউরোপ ছেড়ে এমন লিগে যোগ দিয়ে অনেক তিরস্কার সইতে হয়েছে তাকে। তবে, ২০১১-১২ মৌসুমে ক্লাবকে এমএলএস কাপ জিতিয়ে অনেক প্রশংসা কুড়িয়েছিলেন বেকহ্যাম।
ডি পল বলেন, ‘আমি দারুণ কিছু করতে এখানে এসেছি। দলের হয়ে শিরোপা জিততে চাই। এই লিগকে বিশ্বের বুকে আরও বড় করা আমার লক্ষ্য। যেমনটা অনেক বছর আগে বেকহ্যাম করেছিলেন। তখন তাকে নিয়ে অনেক কথা হয়েছিল। কিন্তু পরে তার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছে। এই লিগ ভালো পরিচিতি লাভ করেছিল। আমিও এমন কিছু করতে চাই এবং ইতিহাসের অংশ হতে চাই।’
ডি পলের অভিষেক ম্যাচে লিগস কাপে আটালাসের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পেয়েছিল ইন্টার মায়ামি। এখন অপেক্ষা এই লিগে নেকাক্সার বিপক্ষে ম্যাচের। মেসির ভালোবাসা আর ডেভিড বেকহ্যামের অনুপ্রেরণায় এই ক্লাবের হয়ে দারুণ কিছু করতে চান আর্জেন্টাইন মিডফিল্ডার।
© North Bangla News ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।